এক সময়ের নাম করা ওলী কাইলাটি ইউনিয়নের দরুন বালী গ্রামে মাও: জব্বার আলী সাহেবের অনেক শিষ্য ছিল। শিষ্য দের মধ্যে উল্লেখযোগ্য ও প্রাণ প্রিয় ছিলেন পঞ্চাননপুর হরগাতি গ্রামের মাওলানা ফজলুর রহমান সাহেব। জব্বার আলী সাহেবের আদেশ নির্দেশ মেনে ছয়ত্রিশ যাবত তিনি চলেন। জব্বার আলী শাহ মৃত্যুর আগে উনার শিষ্য দের মধ্য থেকে মাওলানা ফজলুর রহমান সাহেব কে খেলাফত দেন। মাওলানা ফজলুর রহমান সাহেব খেলাফত প্রাপ্তির পর পঞ্চাননপুর হরগাতি গ্রামে নিজ প্রচেষ্টায় ১৯৬৫সালে মাজার প্রতিষ্টা করেন।
পীরে কেবলা শাহ সূফী হযরত ফজলুর রহমান কাদরিয়া (রঃ) এর মাজার শরীফ। এটি সিংহের বাংলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পঞ্চাননপুর (হরগাতী) গ্রামে অবস্থিত। এই সূফী সাধকের মূলবাণী ছিল:
সুবিচারের নাম ধর্ম, শান্তির নাম ইসলাম।
ধ্যানে দিদার, ধুন্দে ফকির, আক্কলে আউলিয়া।
অহিংসা পরম ধর্ম, সর্বজীবে দয়া।
আমলে আলেম, বে-আমলে জালেম।
যদি যাইতে চাও পবিত্র দেশে, কাঙাল সাজ আগে ইত্যাদি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS