একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্তৃক অনুমোদিত সারা দেশের বিভিন্ন ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র (ইউআইএসসি) গুলো দেশের বিভিন্ন প্রান্তের প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষদের কে সেবা দিয়ে আসছে বিগত কয়েক বছর যাবত। বিভিন্ন সেবার মাধ্যমে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রগুলো মানুষের সুবিধা প্রদান করার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে তারা কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় সিংহের বাংলা ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র, নেত্রকোনা সদর, নেত্রকোনার উদ্যোগে শুরু হয়েছে কম্পিউটার প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের মাধ্যমে দেশের তৃণমুল জনগোষ্ঠীকে কম্পিউটার শিক্ষা দিয়ে তাদের কে যেমন প্রযুক্তি সর্ম্পকে জ্ঞান দান করছে, পাশাপাশি "ভিশন ২০২১" অর্জনে কাজ করছে সারাদেশে নয় হাজারেরও বেশি দক্ষ উদ্যোক্তা।
নেত্রকোনা জেলা প্রশাসন এর তত্ত্বাবধানে, নেত্রকোনা সদর উপজেলা প্রশাসন এর সহযোগিতায় ও সিংহের বাংলা ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র, নেত্রকোনা সদর, নেত্রকোনা কর্তৃক বাস্তবায়িত কম্পিউটার সিংহের বাংলা ইউনিয়নের বিভিন্ন তৃণমূল মানুষের কম্পিউটার শিক্ষায় এবং ভিশন ২০২১ অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমার বিশ্বাস।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস