ভারত উপমহাদেশ দীর্ঘ দিন বৃটিশ রাজ পরিবার দ্বারা শাসিত হয়। প্রথম দিগে যান বাহনের মধ্যে ঘোড়ার গাড়ী, গরুর গাড়ী ও নৌকা এক মাত্র যান বাহন ছিল। ক্রম বিকাশে কিছু মাটির রাস্তা তৈরী করা হয়। এক পর্যায়ে রেল লাইন সৃষ্টি করা হয়। ময়মনসিংহ হতে মোহনগঞ্জ রেল লাইনের সঠিক সৃষ্টির ইতিহাস জানা যাইনি। তবে বাংলা রেলওয়ে ষ্টেশনের নামকরন সর্ম্পকে বিবিন্ন তথ্য অনুসন্ধানে জানা যায় সিংহ পরিবার ও তৌফদার পরিবার নামে খুব প্রভাবশালী দুইটি পরিবার ছিল। ষ্টেশনের নামকরনের বেলা সিংহ পরিবারের দাবী উক্ত ষ্টেশনের নামকরন করা হবে সিংহের বাংলা রেলওয়ে ষ্টেশন। আর তৌফদার পরিবারের দাবি ছিল বাংলা তৌফদার পরিবারের নামে হবে। দীর্ঘ দিন এবিষয়ে বির্তক চলার পর গৌরিপুরের রাজ পরিবারের মধ্যস্থায় উক্ত ষ্টেশন বাংলা ষ্টেশন নামে সিদ্ধান্ত প্রদান করা হয়। তাই ষ্টেশনের নামকরন করা হয় বাংলা রেলওয়ে ষ্টেশন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস