ক) নামঃ ৪নং সিংহের বাংলা ইউনিয়ন পরিষদ ।
ব্রিটিশরা যখন এ অঞ্চল শাসন করত, তখন তারা তাদের অর্থনৈথিক, প্রশাসনিক এবং রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার সুবির্ধাতে অঞ্চল ভিত্তিক জমিদারী/তালুকদারি প্রথা চালু করে এবং জমিদার বা তালুকদার নিয়োগ করেন। ক্রমান্বয়ে অঞ্চল ভাগ করা হয়। প্রশাসনিক ক্রম বিকাশে বর্তমান ৪নং সিংহের বাংলা ইউনিয়নটি বাংলা গ্রাম নামে অবহিত ছিল। গ্রামটি ছিল বৃহৎ, পরবর্তি সময়ে যখন গ্রাম পঞ্চায়েত ধারণার জন্ম হয়, তখন ঐ বৃহৎ গ্রামটি তিনটি ভাগে ভাগ করা হয়। (১)বাংলা, (২) ধরের বাংলা, (৩) খায়ের বাংলা। স্থানীয় সরকারের ক্রম বিকাশে যখন ইউনিয়ন পরিষদ নামাকরণ করা হয়, তখন ব্রিটিশদের নিয়োগকৃত অত্র এলাকার তালুকদার প্রভাবশালী গৌর সুন্দর তালুকদার। অত্র এলাকায় তার প্রভাবপ্রতিপত্তি বেশি থাকায় তার সিংহ নামের আদলে ৪নং সিংহের বাংলা ইউনিয়ন পরিষদ নামাকরণ করা হয়।
১। ইউনিয়নের আয়তন : ৬,৩৭৭একর (২৫.৮২কি:মি:)
২। লোকসংখ্যা : ৩১৮৭৪ জন।
· পুরুষ : ১৫,৯৯৫ জন
· মহিলা : ১৫,৮৭৯ জন
৩। ভোটার সংখ্যা : ১৪,০৭৭ জন।
৪। গ্রামের সংখ্যা : ২৮টি।
৫। মৌজা : ২৩ টি।
৬। ওয়ার্ড : ৯ টি।
৭। শিক্ষার হার : ৪৩.৯৮%।
৮। ইউনিয়নের খানা সংখ্যা : ৫,৩৫১ টি।
৯। ইউনিয়নে ভূমি অফিস : নাই।
১০। ইউনিয়নে বাজারের সংখ্যা : ১ টি (বাংলা)।
১১। ইউনিয়নে রেলওয়ে ষ্টেশন : ১ টি (বাংলা)।
১২। ইউনিয়নে এনজিও সংখ্যা : ১ টি ( এন আই ডি পি)।
১৩। ইউনিয়নে মসজিদের সংখ্যা : ৪২ টি।
১৪। ইউনিয়নে মন্দিরের সংখ্যা : ৯ টি।
১৫। ইউনিয়নে গোরস্থান : ০৬ টি।
১৬। ইউনিয়নে শ্বশানের সংখ্যা : ০৭ টি।
১৭। ইউনিয়নে মাদ্রাসার সংখ্যা : ০৮ টি।
১৮। ইউনিয়নে বয়স্ক ভাতা ভোগীর সংখ্যা : ৩৮৪ জন।
১৯। ইউনিয়নে বিধবা ভাতা ভোগীর সংখ্যা : ২০৪ জন।
২০। ইউনিয়নে প্রতিবন্ধী ভাতা ভোগীর সংখ্যা : ৫৩ জন।
২১। ইউনিয়নে ভিজিডি ভাতা ভোগীর সংখ্যা : ৮৩ জন।
২২। ইউনিয়নে মুক্তিযোদ্ধা সংখ্যা : ১৯ জন।
২৩। ইউনিয়নে শহীদ মুক্তিযোদ্ধা : ০১ জন (ডাঃ আঃ আজিজ, দিগলা)।
২৪। ইউনিয়নে আবাদী জমির পরিমাণ : ১৮১০ হেক্টর।
২৫। ইউনিয়নে অনাবাদী জমির পরিমাণ : ৪১০ হেক্টর।
২৬। ইউনিয়নে আর.এম.পি মহিলা সংখ্যা : ১০ জন।
২৭। ইউনিয়নে স্বাস্থ্য কেন্দ্র : ০১ টি।
২৮। ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক : ০৩ টি।
২৯। ইউনিয়নে স্যাটেলাইট ক্লিনিক : ০৮ টি (অস্থায়ী)।
৩০। ইউনিয়নে সরকারী প্রাথমিক বিদ্যালয় : ০৭ টি।
৩১। ইউনিয়নে বেসরকারী রেজিঃ প্রাথমিক বিদ্যালয় : ০৫ টি।
৩২। ইউনিয়নে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় : ০১ টি।
৩৩। ইউনিয়নে উচ্চ বিদ্যালয় : ০২টি।
৩৪। ইউনিয়নে বালিকা উচ্চ বিদ্যালয় : ০১ টি।
৩৫। ইউনিয়নে জলাশয় : ০২ টি।
§ হরিখালী রাঙ্গামাটিয়া
§ জলগাঘটিয়া
৩৬। ইউনিয়নে পাকা রাস্তা : ১.০৯ কি:মি:।
৩৭। ইউনিয়নে কাচা রাস্তা : ৫৩.১৫ কি:মি:।
৩৮। ইউনিয়নে উল্লখযোগ্য স্থান : নাই।
৩৯। ইউনিয়নে কবি : ০১ জন ( মদন ঠাকুর, মৃত)।
৪০। ইউনিয়ন পরিষদ ভবন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান : মিয়া হোসেন।
৪১। নবগঠিত পরিষদের বিবরণ:-
ক) শপথ গ্রহণের তারিখ: ১১ আগষ্ট ২০১১ইং
খ) প্রথম সভার তারিখ: ১৪ আগষ্ট ২০১১ইং
গ) মেয়াদ উর্ত্তীণের তারিখ: ১৩ আগষ্ট ২০১৬ইং
৪২। গ্রাম সমূহের নাম- ২৮টি
সহিলপুর | নারায়নপুর | কাশীপুর | সৈয়দপুর | সিংহের বাংলা |
ভদ্রপাড়া | বিজয়পুর | পাড়া ঠাকুরকোনা | কান্দুলিয়া | গোবিন্দপুর |
কোনাপাড়া | রায়দুমরুহী | ফরিদপুর | পঞ্চাননপুর | ময়মনসিংহরুহী |
প্রতাবপুর | নওয়াপাড়া | কুড়পাড় | চাতলকোনা | ধীতপুর |
মোবারকপুর | দিগলা | ফতেপুর | হবিয়ারগাতী | কয়ড়া |
কয়ড়াগোবিন্দপুর | পাঁচাশী | শিমুলজানী |
|
|
৪৩। ইউনিয়ন পরিষদ জনবল-
ক) নির্বাচিত পরিষদ সদস্য- ১৩ জন
খ) ইউনিয়ন পরিষদ সচিব- ১ জন
গ) ইউনিয়ন গ্রাম পুলিশ- ৯ জন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস